তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্ক সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নুর আলম নামে ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সঙ্গী গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ রয়েছেন।
ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
জেনারেল মোহাম্মেদ নুর-আলম জানান, উদ্ধারকৃত নুর আলম সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। রিংকুর খোঁজে তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র এবং তার বাড়ি বগুড়া।
কনসাল জেনারেল নুর-আলম বলেন, ওই অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখন পর্যন্ত আর কোনো হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থীকে ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি জানান, ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন। কিছু সংখ্যক সেখানে ব্যবসা করেন। আবার অনেকে এনজিওতে চাকরি করেন। এখন ওই অঞ্চলে আবহাওয়া প্রায় শূন্য ডিগ্রির কাছে। বৈরি পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ধীরগতিতে চলছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ৪টা ১৭ মিনিটে সিরিয়া সংলগ্ন তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার। প্রতিবেশী তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়ে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত তুরস্কে ২,৯২১ জন ও সিরিয়ায় ১,৪৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।