তুরস্কের ইস্তাম্বুল শহরে বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৮১ জন। আল-জাজিরা জানায়, সোমবার (১৪ নভেম্বর) শহরের জনপ্রিয় ইসতিকলাল সড়কে এই হামলা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আটক করা হয়েছে বোমা স্থাপনকারীকে। তবে কোনো সশস্ত্র সংগঠন এখনো হামলার দায় স্বীকার করেনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু বলেন, যে ব্যক্তি ওই জায়গায় বোমটি স্থাপন করেছিল তাকে আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি উত্তর সিরিয়ার আয়ান আল-আরবের সদস্যরা এই কাজ করেছে। এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ঘটনা সন্ত্রাসী হামলা হতে পারে বলে উল্লেখ করেছেন। তার মতে এক নারী এই হামলায় জড়িত।
আল-জাজিরা সংগৃহীত সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক নারীকে বিস্ফোরণের স্থানে প্রায় ৪০ মিনিট বসে থাকতে দেখা যায়। তিনি ওঠে চলে যাওয়ার কয়েক মিনিট পরেই বিকট বিস্ফোরণ ঘটে। তৎক্ষণাৎ চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও আর্তনাদ। বিস্ফোরণের জায়গায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে সেই নারী সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এই ঘটনায় শোক জানিয়েছে গ্রিস, ফ্রান্স, পাকিস্তান, কানাডা, ইউরোপিয়ান কাউন্সিলসহ অন্যান্যরা।