তিন সেঞ্চুরিতে রেকর্ডবুকে ডি কক

বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার ডি কক। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর এবার বাংলাদেশের সঙ্গেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন।

নিজের শেষ বিশ্বকাপে নিজেকে যেন মেলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার এই উইকেট রক্ষকব্যাটার।

প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৩ বা তার বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে করেন ১০৯। আর বাংলাদেশের বিপক্ষে আউট হওয়ার আগে ১৭৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ডি কক।

২০১১ বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্স দুটি সেঞ্চুরি করেছিলেন। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই। ডি কক তাকে ছাড়িয়ে গেলেন ৫ ম‍্যাচেই!

সিলেট ভয়েস/এএইচএম