তিন জুলাই মেয়র হিসেবে শপথ নেবেন আনোয়ারুজ্জামান

আগামী ৩ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। একই দিন শপথ নেবেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন।

দুই মেয়রের পাশাপাশি সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ৯৭ জন কাউন্সিলরও শপথ গ্রহণ করবেন।

ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।

সোমবার (২৬ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ জানানো হয়।

এর আগে গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

ঘো‌ষিত ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। ৬৯ হাজার ১২৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান।

যুক্তরাজ্যপ্রবাসী আনোয়ারুজ্জামান এবারই প্রথম সিলেটের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যুক্তরাজ‌্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দা‌য়িত্বে রয়েছেন।