তিনদিনে ৬০ সামরিক যান গুড়িয়ে দিয়েছে হামাস!

গাজায় চলমান ইসরাইলি স্থল অভিযানে বড় সাফল্যের দাবি করলো হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরাইলের ৬০টি সামরিক যান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে সংগঠনটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেড।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

এক অডিও বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনাবাহী গাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও জানান তিনি।

এদিকে ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর গাজায় ইসরাইলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির মানুষের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।