৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুরে আজ রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে এবারই প্রথমবারের মতো তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের কোনো প্রাথী নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, আওয়ামী নেতা বোরহান উদ্দিন ও প্রবাসী মিঠু রঞ্জন পাল।
ভাইস চেয়ারম্যান পদে সুনামগঞ্জ হিজড়া কল্যান ফাউন্ডেশনের সভাপতি আবু সাঈদ ওরফে স্বর্নালী (তৃতীয় লিঙ্গ), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান আখঞ্জী।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম ছাড়াও মনোনয়পত্র দাখিল করেছে আদিবাসী নেত্রী সুষমা জাম্বিল ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার।