তাহিরপুরে ৩৯ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ রতন মিয়া (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৯ বোতল বিদেশ ব্রান্ডের মদ উদ্ধার করা হয়।

বুধবার রাত ৯টার দিকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর হোসাইন ও এএসআই মো. আরিফ হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আরিফ হোসেন জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর পাড় হয়ে বস্তাভর্তি মদ নিয়ে আসার পথে ওই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই কাজে তার সাথে আরো দুইজন সহযোগী রয়েছে।

এ ঘটনায় তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে আসামি ও সহযোগী দুইজনকে পলাতক দেখিয়ে মামলা হয়েছে।