তাহিরপুর সীমান্তে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘নারী সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করুন’ এ বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর এগিয়ে চলা প্রকল্প ‘নারীপক্ষ’ এর আয়োজন করেন।

শুক্রবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা সীমান্তবর্তী কড়ইগড়া এলাকায় আদিবাসী ও বাঙালী নারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সীমান্তের কড়ইগড়া, রাজাই, আনন্দপুর, চাঁনপুর ও লালঘাট এলাকার শতাধিক নারী অংশ নেয়।

শোভাযাত্রা শেষে কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় নারী পক্ষের সভাপতি সুষমা জাম্বিলের সভাপতিত্বে ও প্রেমিতা দেবী হাজং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিবাসী কম্পেসন ম্যানেজার সঞ্জয় আরেং।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য সহকারী মেরিনা দিব্রা, দৈনিক সংবাদ তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক জনকন্ঠ ও সিলেট ভয়েসের তাহিরপুর প্রতিনিধি আবির হাসান-মানিক, তাহিরপুর বিডব্লিউটিএ এর ভাইস চেয়ারম্যান রুপম রাকসাম ও কড়ইগড়া ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব প্রমুখ।