২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডিতদের বিচারের রায় কার্যকর করার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
সোমবার (২০ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, কৃষকলীগের আহ্বায়ক জিল্লুর রহমান, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন সরকার প্রধান খালেদা জিয়া ও হাওয়া ভবন থেকে তারেক জিয়ার আশ্রয়ে এবং তাদের নির্দেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে এদেশের স্বাধীন সার্বভৌম অবস্থানকে বিনষ্ট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা।
ভাগ্যক্রমে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। ওইদিন তিনি বেঁচে যাওয়াতে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বঙ্গবন্ধুর আজন্মলালিত ‘সোনার বাংলার আধুনিক রুপ ‘ডিজিটাল বাংলাদেশ’ দৃশ্যমান হয়েছে। আজ সারাবিশ্বে এদেশের উন্নয়ন শুধু প্রশংসিতই নয়, অনুসরণীয় হয়ে ওঠেছে।
সিলেট ভয়েস/এএইচএম