তাহিরপুরে মাদকের অপব্যবহার রোধে কর্মশালা

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে ও আইসিটি সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, ডা. মাজহারুল হক, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল, তোজাম্মেল হক নাসরুম প্রমুখ।

এছাড়াও দিনব্যাপী এই কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ , স্থানীয় সাংবাদিক, এনজিও ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।