তাহিরপুরে বিতরণ হবে ১ লাখেরও বেশি স্মার্ট এনআইডি

সুনামগঞ্জের তাহিরপুরে ১ লাখের বেশি স্মার্ট পরিচয়পত্র (এনআইডি) বিতরণ করবে উপজেলা নির্বাচন অফিস। বুধবার (১১ ডিসেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সিলেটের আঞ্চলিক কর্মকর্তা মো. আব্দুল হালিম খান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীসহ ছয় নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।

তাহিরপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর থেকে মাসব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে ১ লাখ ১৭ হাজার ২৫৪ জন নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

উপজেলা নির্বাচন কমিশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, বিতরণ কার্যক্রমে দিন স্মার্ট পরিচয়পত্র সংগ্রহকারীকে অবশ্যই স্ব-শরীরে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এসময় নির্বাচন কমিশনের সার্ভারে সংগ্রহকারীর আঙুলের ছাপ ও চোখের আইরিশ আপলোড করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ।