তাহিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু হলে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

ঢাকা বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, মেডিক্যাল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. সাদিকুর রহমান তানভীর, বেতারের তালিকাভূক্ত শিল্পী সাদিকুর রহমান, বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে এ অনুষ্ঠানটি আয়োজন করে যাচ্ছে।

অনুষ্ঠানটি আগামী ২ ডিসেম্বর শনিবার রাত ৮ টা ১০ মিনিটে পরিচালক মোঃ বশির উদ্দিন-এর নির্দেশনায় উপপরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ প্রচারিত হবে।