তাহিরপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭টি ইউনিয়নের ৫০৮টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫০ লাখ ৮০ হাজার টাকা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান।
এর আওতায় সোমবার (৪ জুলাই) উপজেলার বড়দল উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বন্যায় বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৮০টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তদারকি অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিব রহমান, তদারকি অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী প্রমুখ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, বন্যায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, এরকম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।