তাহিরপুরে বন্যার্তদের পাশে আমেরিকান-বাংলাদেশি কমিউনিটি

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কের ম্যানহাটনের আমেরিকান-বাংলাদেশি কমিউনিটি।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কমিউনিটির উদ্যোগে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ, মল্লিকপুর, নূরপুর ও লামাপাড়া গ্রামের ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক আ ফ ম মুস্তাকিম আলী পীর। তিনি জানান, সুদূর আমেরিকা থেকে তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষের পাশে দাড়াঁনোর জন্য আমেরিকান-বাংলাদেশি কমিউনিটির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন মল্লিকপুর গ্রামের প্রবীণ ব্যক্তি আছদ্দর মল্লিক ও ডা. রফিকুল ইসলামসহ গ্রামের অন্যান্য লোকজন।

নিউইয়র্কের ম্যানহাটনের আমেরিকান-বাংলাদেশি এই কমিউনিটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ্ মো. জাকেরীন।