সুনামগঞ্জের তাহিরপুরে লাইসেন্স নবায়ন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বন্ধ করে দেওয়া হলো চারটি ডায়াগনস্টিক সেন্টার।
শনিবার ( ৪ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চারটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে বন্ধ করে দেওয়া এসব ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ডও জরিমানা করা হয়েছে।
লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া এসব ডায়াগনস্টিক সেন্টার গুলো হল উপজেলার বাদাঘাট বাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস এবং তাহিরপুর সদরের ন্যাশনাল ডায়াগনস্টিক ও মেডিপ্লাস ডায়াগনস্টিক সেন্টার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার ডায়াগনস্টিক সেন্টারগুলেতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে এসব অনুমোদনহীন সেন্টারগুলোকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।’