তাহিরপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ, সম্পাদক গণেশ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তাহিরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সুভাষ চন্দ্র পুরকায়স্থকে সভাপতি ও গণেশ তালুকদারকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২সেপ্টেম্বর) এ উপলক্ষে উপজেলার রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিনিধিরা ভোটের মাধ্যমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

এর আগে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তাহিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ফনী ভূষণ সরকারের সঞ্চালনায় ও আহবায়ক সুভাষ চন্দ্র পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমল কান্তি রায় ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বিমল বণিক।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিপ্রেশ কুমার রায় বাপ্পী, দপ্তর সম্পাদক পরিমল তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক অনিমেষ পাল ভানু, পূজা বিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সহ-সাংস্কৃতিক সম্পাদক জন্টু ভূষণ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ তালুকদার, বিশ^ম্ভরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ প্রমূখ।