তাহিরপুরে পরিমাপে কম দেওয়ায় ৩ দোকানীকে জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা বিষয়টি তদারকি করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) সন্ধ্যায় ঘন্টাব্যাপী উপজেলার আনোয়ারপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রয় এবং পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান উপজেলার অন্যান্য বাজারগুলোতেও পরিচালিত হবে।