তাহিরপুরে তক্ষক উদ্ধার, মূল্য দেড় কোটি টাকা

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে একটি তক্ষক উদ্ধার করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ নভেম্বর) তক্ষকটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমাস্ত পিলার ১২০৩/১-এস এর নিকট থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা হতে লাউরগড় (বিওপির) জেসিও-৮৪৭৩ (সুবেদার) মো. সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তক্ষকটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তক্ষকটিকে বনবিট কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।