তাহিরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুরে ষষ্ঠবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তি মূলক উন্নতি’।

সোমবার (১২ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।

শুরুতে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।