তাহিরপুরে চালু হচ্ছে বর্ডার হাট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে শিগগিরই আরো একটি বর্ডার হাট চালু হতে যাচ্ছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয় রাজ্যের নলিকটা নামক স্থানে এ বর্ডার হাটটি বসবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ মে) উপজেলার শাহিদাবাদ এলাকায় বর্ডার হাট পরিচালনা কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২৪ মে শাহিদাবাদ বর্ডার হাটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান বসবে। এবং হাটে উভয় দেশের ব্যবসায়ীরা নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন।

বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল ও মেঘালয় শিলং এর এডিএম এল কিংজিং। অপরদিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সুনামগঞ্জ জেলা এডিএম একেএম আব্দুল্লাহ বিন রশিদ।

সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিজিবি ও কাস্টমসের কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।