কৃষকের কষ্টার্জিত সোনার ফসল ঘরে তুলতে সুনামগঞ্জের তাহিরপুরের হাওরে শুরু হয়েছে ধান কাটা উৎসব।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শনির হাওরের ধান কাটার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভীন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ প্রমুখ।
কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এবং নির্বিঘ্নে হাওরের ফসল গোলায় তুলতে পারলে এবার সুনামগঞ্জে ৪ হাজার ১১০ কোটি টাকার ধান উৎপাদিত হবে।