সিলেটের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তির কাছে নগদ অর্থ প্রদান করেছে তাহসীনুল কুরআন ইউকে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ কবির খান।
ব্যাংকার তানভীর আহমদ শাকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, তাহসীনুল কুরআন ইউকের ডিরেক্টর মো. একরামুল হক এবং শিক্ষাবিদ আবুল খায়ের ও ব্যাংকার শামছ মো. জাভেদ সুফিয়ান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চল। এমন ক্রান্তিলগ্নে মানুষের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। চোখের সামনে বেদনাদায়ক যে চিত্রগুলো আমরা অবলোকন করেছি, তা বরদাশত করা দুরূহ ব্যাপার। সুযোগ ও সামর্থ্যের আলোকে প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বন্যার্তদের জন্য সর্বোচ্চ সহায়তা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী শাহ আমজাদ হোসাইন, গোলজার আহমদ, তানিম মাহমুদ, আশরাফুল ওয়াহিদ, মাহবুবুর রহমান ইকবাল, আব্দুল মুমীন, মীযানুর রহমান জুবায়ের, এ এইচ শাকিল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ উবায়দুর রহমান ও নাশিদ পরিবেশন করে শিশুশিল্পী জাহিদ জাফর।