বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের তরুণ সমাজ বিগত ১৫ বছর ধরে তাদের ভোট প্রদান করতে পারছে না। দেশে গণতন্ত্র বলতে কিছু নেই।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গণতন্ত্রের মুক্তি ও মানুষের ভোটাধিকার ফিরে পেতে মাদরাসা মাঠের রোববারের মহাসমাবেশ সফল করে তুলুন।
শনিবার (০৮ জুলাই) ১০, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভাতালিয়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে এবং ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ও ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তাইফের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, মতিউল বারী খোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপাতি জাহাঙ্গীর আহমদ, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোমিন, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ১৩ানং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শেখ খসরুজ্জামান খসরু, শেখ মো. জয়নাল আবেদীন, সাজেদ আহমদ চৌধুরী, আব্দুল মালেক, জাহেদ আহমদ বাবু, মোহাইমিন শহীদ রাহী, কিবরিয়া আহমদ, শেখ শিমনুজ্জামান শিমন, কাওসার আহমদ শিশু, কাওসার আহমদ জুম্মান, হাজি আজমল হোসেন, আলী আকবর ফকির।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রুমেল আহমদ।