ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি।
শনিবার (২৬ আগস্ট) ভোরবেলায় মাদুরাই শহরের একটি রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কামরাটিতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ভোরে মাদুরাই এসে পৌঁছেছিল ট্রেনটি। ভারতে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বহন নিষিদ্ধ। যে সিলিন্ডারটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সেটি ওই কামরার কোনো এক যাত্রীর ছিল ।
কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণাঞ্চলীয় শাখা এক বিবৃতিতে জানায়, শনিবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ট্রেনের ওই কামরাটিতে আগুন লাগার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট ভয়েস/এএইচএম