সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসন, লাগামহীন লুটপাট, তেল, গ্যাস সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। ভয়াবহ দুর্নীতির মাধ্যমে বেপরোয়া লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে অস্থিত্ব সংকটে ফেলেছে সরকার। এমন পরিস্থিতিতে দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের শ্লোগান দিয়ে এখন সরকার দেশের তরুণ সমাজকে বোকা বানাতে চায়। কিন্তু দেশের তরুণ সমাজকে বোকা ভাবলে চলবে না। সারাদেশের তরুণ সমাজ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামী ৯ জুলাই সিলেটের তরুণ সমাজ সরকারের বিরুদ্ধে অনাস্তা জানাবে। তারণ্যের সমাবেশের দিন সিলেট শহর হবে তারণ্যময়।
সোমবার রাতে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্ব, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাহের আহমদ এনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হুসেন পুতুল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মস্তাক আহমদ, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সমবায় বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, বিএনপি নেতা দুলাল আহমদ, আতাউর রহমান আতা, সাহেদ আহমদ সোয়াই, এডভোকেট মামুন আহমদ রিপন, মামুনুর রশীদ মামুন, মকসুদ আহমদ, সুফিয়ান আহমদ খান, আব্দুর রহিম, রাজু আহমেদ তুরু, বেলাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, রুকন আহমদ শামিম আহমদ, শাহনুর আহমদ, লিপন আহমদ, আবুল খায়ের, আহমদ, লায়েক হাসান, ফয়েজ আহমেদ, শাকেল আহমদ, শাহ আলম প্রমুখ।