তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে প্রশ্নের উত্তরে যা বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র যেকোনো দেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায়; এমনটিই জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল।

স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি দেশটির এ অবস্থানের কথা জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক ভেদান্ত প্যাটেলের উদ্দেশে বলেন, ‘আমার এক লাইনের একটি প্রশ্ন আছে। আপনারা (যুক্তরাষ্ট্র) কি বাংলাদেশে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন, যেটি সাধারণ নির্বাচনের আগে চাইছে বিরোধীরা। ধন্যবাদ।’

জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, ‘আমি নিশ্চিত, এ প্রশ্নের উত্তর গতকাল (বুধবার), তার আগের দিন অথবা তার আগের দিন দিয়েছি।’

স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্রের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বলেন, ‘আমরা প্রতিবার একই উত্তর পাচ্ছি যে, আপনারা (যুক্তরাষ্ট্র), প্রত্যেকে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান।’

জবাবে প্যাটেল বলেন, ‘এবং তা অব্যাহত।’

ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে প্রশ্নকারী বলেন, ‘তবে প্রশ্নটা হলো আপনারা অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেন কি না, হ্যাঁ অথবা না।’

উল্লিখিত প্রশ্নের জবাবে ভেদান্ত প্যাটেল বলেন, ‘আপনি আমাদের যেটা বলতে শুনেছেন, আমরা কোনো দেশের নির্দিষ্ট কোনো সরকার বা রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করি না এবং যেসব অঞ্চলে নির্বাচন চলছে, আমরা, আমাদের লক্ষ্য ও অভিপ্রায় হলো সেসব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ উপায়ে অনুষ্ঠিত হওয়া, যার মধ্য দিয়ে ওই দেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো হয়।’