এবার ড. ইউনুসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠি ছাপলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দ্য নিউ ইয়র্ক টাইমস।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) পত্রিকাটির আন্তর্জাতিক সংস্করণে চিঠিটি পূর্ণ-পৃষ্ঠার (৫ম) বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হয়েছে। প্রফেসর ইউনূসের বন্ধুরা বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে শতাধিক নোবেল বিজয়ীসহ এ পর্যন্ত ১৭৬ জনের বেশি বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট, সংবাদমাধ্যম এনবিসি নিউজ, ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া, ইতালির খ্যাতনামা দৈনিক লা রিপাবলিকা, পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা ডন সহ সারা বিশ্বের নানান দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকা গুরুত্বসহকারে উক্ত খোলা চিঠি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সুত্র : মানবজমিন