কাতারে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হলেও এখন পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা মাঠে গড়ায়নি। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে নেইমার-রিচার্লিসনরা। এ ম্যাচ দিয়েই শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা।
ম্যাচের আগে ব্রাজিল এখন পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়েই মুখ খোলেনি। তবে হঠাৎ করেই খবর রটেছে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে তাদের খবরাখবর রাখছে। অবশ্য সার্বিয়ান কোচ স্টইকভিচ এমন কিছুর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবর নিয়ে সার্বিয়ান কোচ স্টইকভিচ বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’
ড্রোন ঘটনার পুরোটাই মিথ্যা করে স্টইকভিচ বললেন, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
সার্বিয়া কোচ স্টইকভিচ অবশ্য ব্রাজিলকে প্রশংসায় ভাসিয়েছেন। জানালেন, ব্রাজিল দুর্দান্ত, বিশ্বের অন্যতম সেরা দল তারা। সার্বিয়ান কোচ বলছিলেন, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল।’
তিনি যোগ করেন, ‘আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’