ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শাবির সাংস্কৃতিক জোটের বিবৃতি

সম্প্রতি এলাকাবাসী কর্তৃক ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির(ডিআইইউ) এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যা ও পরবর্তীতে শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার (৮ নভেম্বর) সাংস্কৃতিক জোটের সমন্বয়ক রাকিবুল ইসলাম রাকিব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জোটের নেতারা বলেন, স্থানীয় দুর্বৃত্তদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যা ও পরবর্তীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চরম উদ্বেগজনক। শাবিপ্রবির সাংস্কৃতিক জোট এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই হত্যা ও হামলা স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলে মনে করছেন জোটের নেতারা।

তারা আরো বলেন, স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে বর্তমানে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থী হত্যার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির দাবি করেন তারা।