ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

চলমান ডেঙ্গু পরিস্থিতিতে আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন।

রোববার (৬ নভেম্বর) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্তদের জন্য এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে। কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগী যদি থাকে, তবে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, এ বছর এইচএসসি-সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানে প্রশাসন।