ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১ হাজার ১ শত ৯৭ জন।
সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মাঝে ২ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং বাকি দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ শত ৮০ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১০৮ জন।