সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ট্রাকভর্তি অবৈধ ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টায় নগরীর বড়শালা বিমানবন্দর বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম এয়ারপোর্ট থানাধীন বড়শলা এয়ারপোর্ট বাইপাস পয়েন্টে অভিযান পরিচালনা করে। এসময় একটি ডিআই ট্রাকভর্তি ৬৪ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ দইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরান পাড়ার তাহির উল্যাহর পুত্র মো: আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নয়াবস্তি এলাকার মৃত ফজর আলীর পুত্র দেলোয়ার হোসেন (২৫)।
জব্দকৃত ৬৪ বস্তা ভারতীয় চিনি মূল্য আনুমানিক ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার) টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি ডিআই ট্রাক (সিলেট-ন-১১-১৬৩১) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০৯ তাং-১৬/০৩/২০২৪)।