সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে জুয়ার সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪নং রোড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ এলাকার বাসিন্দা আবিদ আলী (৪০), মনির মিয়া (২১) ও মাছুম (২৩), উপশহর জে ব্লকের বাসিন্দা ফজলুর রহমান (৩২) এবং শামীম মিয়ার কলোনীর বাসিন্দা ইব্রাহিম আলী (২০)।
আটককৃতদের শাহপরান থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আজ সোমবার (১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।