আমি বিজয় দেখেছি
ডা. মো হা ম্ম দ। হা সা ন
আমি বিজয় দেখেছি পদ্মার পাড়ে, দুরন্ত ভৈরবের কূলে
ছুটে চলা সুরমার চলায় আর অর্পনগাছিয়ার চরে জেগে থাকা কাশফুলে
বিজয় দেখেছি মনপুরা, মদনপুর, নিঝুম আর নীলকমল দ্বীপে
বিজয় দেখেছি মশালের আলোয় প্রদীপে প্রদীপে।
লাল রক্তে ভেজা সাদা সফেদ পাঞ্জাবিতে
বোনের ছিঁড়ে যাওয়া শাড়ি আর স্বপ্নের ধূলিসাৎে
ছেলে হারা বাবার নীরব কান্নায়
বাবা-মা হারানো ছোট্ট শিশুর ব্যাকুলতায়
আমি বিজয় দেখেছি
আমি এ বিজয় দেখেছি শতসহস্র রক্ত বন্যায়।
রক্তের গন্ধ আর দাগে সোঁদা মাটি বদলেছে
যে পথে কেবল দুঃখ ক্লেশ মিশেছে
যে সংগ্রামে হতভাগা অসহায় মানবতা কেঁদেছে
যে মুক্তির আনন্দে বিশ্ব বিবেক আপ্লুত হয়েছে
আমি সে মাটিতে বিজয় দেখেছি
আমি বিজয় দেখেছি।
নাপিত্তাছড়া আর কুলুমছড়ার পরিষ্কার সাদা পানিতে
বুদ্ধি ব্যাবসায়ীদের দুমুখো সাপ হয়ে যাওয়ার গ্লানিতে
আমি বিজয় দেখেছি
আমি বিজয় দেখেছি দুমলং আর কপিতাল এর চূড়ায়
বিজয় দেখেছি বৃদ্ধ কৃষক আর দিনমজুরের কান্নায়।
রক্তে ঘামে রাতজাগা গেরিলার চোখে
যার বুকে বিঁধেছে বুলেট ঝাঁকে ঝাঁকে
আমি তার চোখে বিজয় দেখেছি
আমি একটা বজ্র কন্ঠ আর হার না মানা প্রতিবাদী দ্রোহীদের মুখে
যাদের সাহস আর আগুন একসাথে জ্বলে অবিরাম বুকে।
আমি তাদের মাঝে বিজয় দেখেছি
আমি অনেক অনেক ত্যাগের বিনিময়ে এই বিজয় দেখেছি।