সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। ৭৩ বছর বয়সী তিন সন্তানের জননীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এক সূত্র মার্কিন নিউজ এজেন্সি এপিকে জানিয়েছে ইভানা ট্রাম্পকে তার নিউইয়র্ক সিটির বাড়ির সিঁড়ির কাছে অচেতন অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি সেখান থেকে পড়ে মারা গেছেন।
ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্টে ইভানা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একজন দুর্দান্ত, সুন্দরী ও বিস্ময়কর নারী ছিলেন। অনুপ্রেরণামূলক জীবন পরিচালনা করেছেন।
ইভানার তিন সন্তান রয়েছে, ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং ইরিক ট্রাম্প। মায়ের মৃত্যুর খবর পেয়ে কন্যা ইভাঙ্কা ইনস্টাগ্রামে লেখেন, ‘হৃদয় ভেঙে গেছে। আমার মা খুবই মেধাবী, উজ্জ্বল, আবেগপ্রবণ এবং মজার মানুষ ছিলেন। তিনি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেছেন’।
১৯৭৭ সালে ইভানা-ট্রাম্পের বিয়ে হয়। ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ইভানা একজন ফ্যাশন সচেতন নারী ছিলেন।
সূত্র: বিবিসি।