ট্রাফিক সেবায় কাজ করছে সিলেট জেলা রোভার স্কাউটস

নগরের বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সিলেট জেলা রোভার স্কাউটস সদস্যরা। বুধবার সকাল থেকে তাদেরকে দায়িত্ব পালনরত অবস্থায় নগরের বিভিন্ন মোড়ে মোড়ে দেখা যায়।

নগরের আম্বরখানা, বন্দর, জিন্দাবাজার, চৌহট্টা, রিকাবিবাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিলেট জেলা রোভার স্কাউটসের অন্তত দুই শতাধিক রোভার স্কাউট সদস্যরা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার কাজ করছেন। ফলে ভোগান্তি ও যানজট থেকে রক্ষা পাচ্ছে নগরবাসী।

জিন্দাবাজারে দায়িত্বরত এক রোভার স্কাউট জানান, ‘জেলা রোভার স্কাউটস থেকে আমাদের বলা হলে স্বেচ্ছায় কাজ করার জন্য আসছি। তরুণ সমাজের একজন হিসেবে দেশের প্রয়োজনে কিছু করতে চাই।’

সিলেট জেলা রোভারের সাবেক বিভাগীয় প্রতিনিধি হাফিজুর রহমান রাহাদ বলেন, দেশের এই নব জাগরণে সিলেট জেলা রোভার স্কাউটসের সম্পাদক তোফায়েল আহমদ তুহিনের নেতৃত্বে ট্রাফিক শৃংখলা আনতে রোভাররা কাজ করছে। রোভার স্কাউটের মূলমন্ত্র ‘সেবা’। সেই মন্ত্রকে ধারণ করেই তারা যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে।’

সিলেট জেলা রোভার স্কাউটসের সম্পাদক তোফায়েল আহমদ তুহিন বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে সড়কে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা কাজ করছি। শহরের ১০টি মোড়ে আমাদের দুই শতাধিক রোভার সড়কের শৃঙ্খলার কাজে নিয়োজিত আছে।’