ট্যুরিস্ট ক্লাব সাস্টের নেতৃত্বে রাকিব-জাহিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্টের ২২ তম কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের জাহিন সিদ্দিকীকে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ই ফেব্রুয়ারী) শিক্ষা ভবন-সি এর ৩১৮ নং কক্ষে এ কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল ইসলাম।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিলয় হাসান, সহ-সভাপতি সানজিদা মালিহা, মাইশা শাহরিন মুমু, আহমেদ ইশতিয়াক, দেবোজ্যোতি দাশ টুটন, সহ-সাধারন সম্পাদক তাহজিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শোয়েব মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শাওন, তৌকিরুজ্জামান, হেড অব অ্যাডভেঞ্চার উইং সাইয়েদ ইফতেখার সালমান, উইং কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রফিক, হেড অব রিসার্চ উইং মো: রুবাইয়াত আদনান, উইং ইডিটর শাকিল আহমেদ, হেড অব চ্যারিটি উইং নাজমুস সাকিব, উইং কো-অর্ডিনেটর সোহেল রানা, কোষাধ্যক্ষ মো: গোলাম সাজিদ, সহ-কোষাধ্যক্ষ তানভীর আরেফিন, পর্যটন তথ্য বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, সহ-পর্যটন তথ্য বিষয়ক সম্পাদক সারওয়ার কবির, দপ্তর সম্পাদক সন্দীপন পিয়াস, সহ-দপ্তর সম্পাদক তাওসীফ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনামিকা ইসলাম, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল রাশিদ নাভিল ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আজাদ বিন তুষার মনোনীত হন।

এছাড়াও ২০তম কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি তালুকদার সোহান, সদ্য বিদায়ী পরিষদের সভাপতি আশরাফ ইবনে হেলাল মিনহাজ, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাফায়াত আহমেদ উপস্থিত ছিলেন।