সময় এখন যশপ্রীত বুমরার। ভারতের প্রথম পেসার হিসেবে তিনি আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। ভারতের চতুর্থ কোনো বোলার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন এই পেসার। এর আগে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেণ সিং বেদিরা এই কীর্তি গড়েন।
বুমরার আগে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ভারতেরই স্পিনার অশ্বিন। জাতীয় দল সতীর্থকে সরিয়েই শীর্ষে উঠলেন বুমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা র্যাঙ্কিংয়ে দ্বিতীয়।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে যথারীতি কেইন উইলিয়ামসন। তবে ভারতের বিপক্ষে বিশাখাপট্টনম টেস্টে পারফর্ম করতে না পারায় জো রুট দুই থেকে নেমে গেছেন তিনে। স্টিভ স্মিথ উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।