টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগ্রেসরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ স্টেজে আর দুটি ম্যাচ পাচ্ছে নিগাররা। যার একটিতে আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

এই ম্যাচ হারলেই বাদ বাংলাদেশ। জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালে খেলার আশা। সেমিতে যেতে হলে পরের দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ নেই বাংলাদেশের।

Google News Icon সর্বশেষ খবর সিলেট ভয়েস গুগল নিউজ চ্যানেলে।

টানা দুই হারের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার, ‘আমাদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। প্রথম দুই ম্যাচ হারের কারণে তাদের হতাশ হওয়ারই কথা। তারপরও বলবো, আমরা হাল ছাড়ছি না আপনারাও হাল ছাড়বেন না। দল হিসেবে যদি পারফর্ম করতে পারি, তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারি।’

আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।