টিকিট না পেয়ে সিঁড়িতে বসে ‘হাওয়া’ সিনেমা দেখলেন নায়িকা

দেশের ২৪ প্রেক্ষাগৃহে চলছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’।

মুক্তির আগেই অবশ্য সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি রীতিমতো ভাইরাল।

গানের বাইরেও সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয় দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে সিনেপ্রেমীরা। মুক্তির আগেই কয়েকদিনের অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়।

এমন পরিস্থিতিতে টিকিট সংকটে ‘হাওয়া’র নায়িকা নাফিফা তুষিও হলের ফ্লোরে বসেই সিনেমাটি উপভোগ করেছেন।

এম অভিজ্ঞতার প্রতিক্রিয়ায় এ নায়িকা বলেন, সবাই জানেন, হাওয়া ছবির কয়েকদিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। হাওয়া টিম আজ বেশ কয়েকটি হলে ঘুরছি, সিনেপ্লেক্সেও গিয়েছি। সেখানে তো হলভর্তি দর্শক। কোনো সিট তো ফাঁকা নেই। তাই সবার সঙ্গে ফ্লোরে (সিঁড়িতে) বসেই ছবি উপভোগ করেছি। আমার সঙ্গে আরও অনেকেই সিঁড়িতে বসেই দেখছেন। ওই মুহূর্ত ফ্রেমবন্দি করে একজন ছবিটি দিলে আমি ফেসবুকে শেয়ার করি।

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।