দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে চলছে অবাধে পোনা ও মা মাছ নিধন। এতে হাওরের দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
হাওরে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পোনা ও ডিমওয়ালা মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। কিন্ত নিষেধ অমান্য করে হাওরের একশ্রেণির অসাধু জেলে নির্বিচারে পোনা ও মা মাছ নিধন উৎসবে মেতেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাওরের অসাধু জেলেরা রিং ছাই ও নিষিদ্ধ জাল দিয়ে বোয়াল, শোল ও গজারসহ নানা জাতের দেশীয় মাছের পোনা ধরে স্থানীয় হাট-বাজারে অবাধে বিক্রি করছেন। এক্ষেত্রে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে।
স্থানীয় বাসিন্দা রিপছন হাবীব বলেন, যেভাবে পোনা ও ডিমওয়ালা মাছ হত্যা করা হচ্ছে, এভাবে চলতে দিলে হাওরের দেশীয় মাছ বিলুপ্ত হতে বেশিদিন লাগবে না। মাছের অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাই।
তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের জেল-জরিমানা করা হয়।
হাওরের পোনা ও মা মাছ নিধন বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।