টাকা নিয়ে কমিটি দেয়া বন্ধের নির্দেশ দিয়েছেন কাদের

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের টাকাপয়সা নিয়ে কমিটি দেয়া বন্ধের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘কমিটি করতে টাকা লাগবে, এটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ এই চর্চা করতে পারে না। অথচ এমনটা হয়েছে।’

বুধবার রাজধানীর খিলগাঁও থানা আওয়ামী লীগ এবং ১, ২, ৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দলটাকে বাঁচান। টাকাপয়সার লেনদেন এগুলো বন্ধ করুন। টাকাপয়সা নিয়ে মনোনয়ন দেয়ার চর্চা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ।’

তিনি বলেন, ‘টাকাপয়সার লোভ দলীয় সভাপতির নেই। বঙ্গবন্ধু পরিবারের নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও বঙ্গবন্ধু পরিবারের সততা-সাহস থেকে শিক্ষা নিতে হবে।’

খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের নগর নেতাদের সম্মেলন করে দ্রুত কমিটি দেয়ার তাগিদ দেন। পাশাপাশি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এবং একজন আরেকজনের বিরুদ্ধে গিবত বন্ধ করার আহ্বান জানান।

বিএনপি নেতারা সংবিধান পরিবর্তনের কথা বলছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ কথা বলার দুঃসাহস তাদের কী করে হলো। তাদের এটা মাথা থেকে নামাতে হবে। তারা সংবিধান অনেক কচুকাটা করেছে। জনগণ সংবিধানকে আর কচুকাটা করতে দেবে না।

বিএনপির সাম্প্রতিক সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দু-তিনটি সমাবেশ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাবটা এমন যে তারা ক্ষমতায় এসেই গেছে। এত সোজা নয়। খেলা হবে। রাজপথে খেলা হবে।

‘ফখরুল সাহেব, কোথায় আছেন? একটু খিলগাঁওয়ে আসুন। এক দিন আগে জনসভা করেছেন। সেখানে এর তিন ভাগের এক ভাগ লোকও হয়নি। জনস্রোত তো এখনও দেখেননি। ডিসেম্বর মাস আসুক; বুঝিয়ে দেব আন্দোলন কাকে বলে। বিজয়ের মাসে খেলা হবে, খেলা হবে নির্বাচনের মাঠে। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন।’