টি-টোয়েন্টি মেন’স বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে নামিবিয়া। ম্যাচ শুরুর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নামিবিয়া। মঙ্গলবার (১৮ অক্টোবর) জিলংয়ে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়।
নিজেদের প্রথম ম্যাচে দুদলই জয় পাওয়ায় এদিন জিতলেই সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জয়ী দলের। তবে হারলেও থাকবে সুযোগ।
এর আগে নিজেদের প্রথম ম্যাচেই অঘটন জন্ম দিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়া। তারা বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় গেরহার্ড ইরাসমাসের দল।
আরেক সহযোগী দেশ নেদারল্যান্ডসের খ্যাতি আছে জায়ান্ট কিলার হিসেবে। বিশ্বক্রিকেটে অনেকদিন থেকেই নিজেদের একটা অবস্থান গড়ে নিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কষ্টসাধ্য জয় পেলেও ব্যাটিং নিয়ে বেশ দুশ্চিন্তায় তারা।
সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে তাই দুই দলই জয়ের বিকল্প ভাবছে না।
নামিবিয়া একাদশ
ডিভান লা কুক, মাইকেল ফন লিঙ্গেন, স্টিফেন বার্ড, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, ইয়ান নিকোল লফটি ইটন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, ভিকরাম সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, টিম প্রিঙ্গল, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।