টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২

টস জিতে প্রথমে ব্যাট করছে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আজকে মাঠে নেমেছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। হোবার্টে ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। বুধবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয় স্কটল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ।

এর আগে প্রথম ম্যাচে দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটল্যান্ড এই ম্যাচে জয় পেলেই অনেকটাই নিশ্চিত করে ফেলবে চূড়ান্ত পর্বের টিকিট।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে ব্যাকফুটে আয়ারল্যান্ড। চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের।

স্কটল্যান্ড একাদশ: জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলয়েড, মাইকেল লেয়াস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জস ডেভি, সাফিয়ান শরিফ, ব্রাড হুইয়াল।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি ট্যাক্টর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদায়ার, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, জস লিটল।