‘রাখে আল্লাহ মারে কে’ প্রচলিত এই প্রবাদটি যেনো সত্য হলো জগন্নাথপুরে। প্রচণ্ড ঝড়বৃষ্টির রাতে রাস্তার পাশে নবজাতকের কান্না শুনে গাড়ি থামান কয়েকজন পথচারী। এরপর সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন শিশুটিকে।
ঘটনা রবিবার (২ জুলাই) রাত ১০ টার দিকে। সুনামগঞ্জের জগন্নাথপুরের শেষ সীমানা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মাঝামাঝি জায়গায় পাওয়া যায় নবজাতকটিকে। পরে নবজাতককে উদ্ধার করে স্হানীয় পল্লী চিকিৎসক কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে স্থানীয় পীরের বাজারের নিরু ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকিৎক নিরুর তত্ত্বাবধানে রাকা হয়েছে শিশুটিকে। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি শিশুটির প্রকৃত বাবা-মায়ের।
পল্লী চিকিৎসক নিরু দাস বলেন, আমার এলাকার কয়েকজন লোক বৃষ্টির মধ্যে নবজাতক শিশুটিকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসেন। আমি চিকিৎসা দিয়েছি। এখন শিশুটির অভিভাবক না পাওয়ায় আমার কাছে আছে।