ঝড়বৃষ্টির রাতে উদ্ধার সেই নবজাতকের ঠিকানা ছোটমনি নিবাস

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে উদ্ধার নতজাতকের ঠিকানা হলো সিলেট ছোটমনি শিশু নিবাসে। পীরের বাজারের পল্লী চিকিৎসক নিরু ডাক্তার শিশুটি প্রাথমিক চিকিৎসা দেন ও দুই দিন নিজের কাছে রাখেন। পরে বিশ্বনাথ থানা পুলিশ শিশু বাচ্চাটিকে নিয়ে আদালতের শরণাপন্ন হলে, আদালত নবজাতকটিকে সরকারি তত্ত্বাবধানে ছোটমনি শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছোটমনি শিশু নিবাসের অতিরিক্ত উপতত্ত্বাবধায়ক আয়শা আক্তার বৃষ্টি বলেন, সুবিধাবঞ্চিত শিশু হিসেবে আদালত সিদ্ধান্ত অনুযায়ী সিলেট ছোটমনি শিশু নিবাসে পাঠানো হয়। আমরা সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে শিশুটিকে লালন পালন করবো। তিনি বলেন, বৃষ্টিতে ভিজে বাচ্চাটির ঠান্ডাজনিত রোগ হয়েছে, তাই তাকে আমাদের তত্ত্বাবধানে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করেছি।

আরও পড়ুন :ঝড়বৃষ্টির রাতে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

উল্লেখ্য, গত সপ্তাহে সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন পথচারীরা। প্রচুর বৃষ্টিপাতের কারণে স্থানীয়রা বাচ্চাটিকে স্হানীয় পল্লী চিকিৎসক নিরু ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। শিশুটির প্রকৃত বাবা-মা কে না পাওয়ায় নিরু ডাক্তার তার কাছেই বাচ্চাটিকে রেখে দেন।