জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেল ৫টায় নগর ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, প্রসেনজিৎ রুদ্র, সঞ্জয় কান্ত দাস প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট গভীর রাতে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে সরকার ডিজেলের দাম ৪১ শতাংশ ও অকটেন-পেট্রোলের দাম ৫১ শতাংশ বৃদ্ধি করেছে, যা পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অথচ জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে বিশ্বাবজারে জ্বালানি তেলের দাম কমেছে। সামনে আরও কমবে। আইএমএফ’র কাছে সরকার ঋণ চেয়েছে। ঋণ প্রদানের শর্ত হিসেবে এই মূল্যবৃদ্ধি। একদিকে সরকার জনগণকে ঋণের জালে জড়িয়ে ফেলছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে জনগণের সামনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই।
বক্তারা আরও বলেন, আমাদের দেশের অর্থনীতিতে কৃষিখাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজেলের দাম বাড়লে সেচের খরচ বেড়ে যায়। তার উপরে কৃষক ফসলের ন্যায্য দাম পায় না। ইতোমধ্যে ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সর্বশান্ত কৃষকের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। অবৈধভাবে রাতের অন্ধাকারে ক্ষমতায় এসে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। জনজীবনে স্বস্তি আনতে এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সচেতন জনগণকে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।