জৈন্তাপুর ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের কমিটি করার নির্দেশ

আসছে সেপ্টেম্বরের মধ্যে জৈন্তাপুরের ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি সম্পন্ন করতে উপজেলা আ.লীগকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

আলোচনা সভায় মন্ত্রী বলেন, জাতির জনকের জন্য আমরা আজ ধন্য। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না।

তিনি বলেন, ঘাতকরা জাতির জনককে হত্যা করে ক্ষান্ত হয় নি! তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র কুটকৌশলে লিপ্ত রয়েছ। এ সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন আলী, এখলাসুর রহমান, এটি এম বদরুল ইসলাম, যাদব বিশ্বাস, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কৃষি সম্পাদক আব্দুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক হাসিবুল হক হুসনু, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানি, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরী, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম মারুফ, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ, কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মন্নান, যুবলীগের আহ্বায়ক কুতুবউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন।

এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ৩টায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১০জন শিক্ষার্থী-কে বাইসাইকেল, প্রথম-দ্বাদশ শ্রেণির ১০৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষাবৃত্তি, অসুস্থ্য ৪ জনকে হুইল চেয়ার, সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ৮টি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদানের চেক, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮জনকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করেন মন্ত্রী।

এছাড়াও সকালে তিনি রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ এবং ইমরান আহমদ সরকারী মহিলা কলেজ পরিদর্শন করেন।