জৈন্তাপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর মডেল থানার পৃথক দুই অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি আফতার আহমদকে দরবস্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দরবস্ত ইউনিয়নের কাঞ্জর এলাকার মৃত তজমুল আলীর ছেলে।

আরেকটি অভিযানে বুধবার (১২ এপ্রিল) জৈন্তাপুর থানাধীন ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্গত বনপাড়া সাকিনস্থ খেরীগুল বাজারের ফারুক আলম ওরফে মারুফের মুদি দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম আহমদ (৩৫), আলীম উদ্দিন (৩৮), মো. এরশাদ আহমদ (৩৮), মো. সেলিম আহমদ (২৫), গিয়াস আহমদ (২৯), মো. এমরান আহমদ (২৫), মো. শাহনুর রহমান (৩৫), হোসাইন আহমদ (২৭) জালাল উদ্দিন (৩৭), ফারুক আলম ওরফে মারুফ (৩৬), হাবিবুর রহমান (৩৫) ও মো. সোলেমান (৩০)।

এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৬০ পিস তাস, ৪ প্যাকেট ডারবি সিগারেট, ৪টি বিভিন্ন রঙের গ্যাসলাইট, একটি ছেঁড়া প্লাস্টিকের পাটি এবং মোট ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।