জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কদমখাল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার (১৯ মে) দুপুরে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের কদমখাল রোড দিয়ে একটি জীপ গাড়ি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ বহন করা হচ্ছে-এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় একটি জিপ গাড়িকে সিগন্যাল দিলে চালকসহ তিনজন মাদক চোরাকারবারি পালিয়ে যায়। পরে পুলিশ ওই জিপ গাড়ি থেকে ৬১৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক বহনে ব্যবহৃত জীপ গাড়িটিকে জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো: আল আমিন বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬১৫ বোতল মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় একটি জীপ গাড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।